বাতায়ন24 ডেক্স
আমাদের প্রাতাহ্যিক জীবনে বহুল ব্যবহৃত মাইক্রোসফট ওয়ার্ডে নতুন করে অডিও ট্রান্সক্রিপশন সুবিধা সংযুক্ত হয়েছে লেখালেখির পাশাপাশি।
সুবিধাটি আপাতত মাইক্রোসফট ৩৬৫ সাবসক্রাইবারদের জন্য অনলাইনে উপলব্ধ হবে। অডিও ট্রান্সক্রিপশন এর মাধ্যমে যে কোন অডিও স্বয়ংক্রিয় ভাবে লেখায় পরিনত হবে।
অডিও ট্রান্সক্রিপশনের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের অনলাইন সংস্করনে রেকোর্ডে অডিও আপলোড করতে হবে। অডিও ক্লিপ আপলোডের পাশাপাশি সরাসরি রেকোর্ডও করা যাবে।
মাইক্রোফোন দিয়ে বলা যে কোন কথা ট্রান্সক্রিপটেড হয়ে যাবে স্বয়ংক্রিয় ভাবে।সাংবাদিক ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সুবিধাটি সংযুক্ত করা হয়েছে বলছে মাইক্রোসফট। সাংবাদিকগন সাক্ষাৎকার সংগ্রহ করার সুবিধার্থে লিখার পরিবর্তে অডিও রেকর্ড করে।
পরে সেই রেকর্ড অডিও ক্লিপ শুনে শুনে পুরো সংবাদ তৈরি করে। শিক্ষার্থীরা ক্লাসের লেকচার রেকর্ড করে পরবর্তীতে তা ব্যবহার করে।
এখন আর রেকর্ডেড অডিও বার বার শুনে লিখার প্রয়োজন হবে না। মাইক্রোসফট ওয়ার্ডে রেকর্ড অডিও আপলোড করে দিলে তা স্বয়ংক্রিয় ভাবে লিখাতে কনভার্টেড হয়ে যাবে।
এর মাধ্যমে ২০০ এমবি পর্যন্ত অডিও ফাইল আপলোড করা যাবে। মাইক্রোসফট ৩৬৫ সাবসক্রাইবারগন প্রতি মাসে ৫ ঘন্টা বা ৩০০ মিনিট অডিও আপলোড করতে পারবেন। তবে মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি অডিও রেকর্ডের ক্ষেত্রে কোন সময়সীমা থাকছে না।
বর্তমানে শুধুমাত্র ইংরেজী কনভার্সেশন কনভার্ট করা যাবে এই সুবিধার মাধ্যমে। শীঘ্রই অন্যান্য ভাষাও সংযুক্ত করা হবে জানিয়েছে মাইক্রোসফট।
তথ্য সূত্র : আন্তজাতিক সংবাদমাধ্যম