অচেনা আঁধারে,
স্বপ্নেরা ডানা মেলে।
নিস্তব্ধতার রাজ্যে একাকী আমি
নিস্তব্ধ পথিকের বেশে,
গন্ধরাজের মিষ্টি ঘ্রাণে মেতেছে পরিবেশটা
মেঘেরা হারিয়েছে নিরুদ্দেশে।
নিস্তব্ধ শহরের বুকে
এসেছে নবযাত্রী,
ক্লান্ত অবসন্ন হয়ে তন্দ্রাচ্ছন্ন সবাই
কেবলই একলা কাটছে আমার তন্দ্রাহীন রাত্রি।
ফোঁটা ফোঁটা শিশির কণার সংস্পর্শে
ধীরে ধীরে কেটে যাচ্ছে রাত,
দীর্ঘ প্রতীক্ষায় প্রহর গুণতে থাকা আমি
কবে আসবে নতুন প্রভাত!!
বসন্তের প্রশান্ত প্রহরে এভাবেই
জ্যোৎস্নার অবগাহনে সিক্ত হবো,
চেয়ে রবো ঐ ছোট্ট নদীর তীরে,
মহাপ্রয়াণেও হারিয়ে যাবো না,
খুঁজে পাবে আমায় নতুন রূপে
এই ব্যস্ত জনতার ভীড়ে।
হয়তো বা প্রকৃতির খেয়ালিপনায়,
জ্যোৎস্নামাখা রাতের চাঁদের আলো
ছড়িয়ে পড়বে তোমার বেলকোনির ফাঁকে,
নিশ্চুপ হয়ে চেয়ে থেকো সীমাহীন দিগন্তে,
নির্দ্বিধায় ডেকো আমায়,
আমি সাড়া দেবো তোমার ডাকে।