আসমা আক্তার কাজল
অচিন মাঝি;
তোমার পাঙ্কসি ভিড়াও ঘাটে,
আমাকে নিয়ে যাও প্রাচীন কোনো গাঁয়ে।
যে গাঁয়ের মাঠে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে
অজস্র স্বপ্নের বীজ,
যেখানে সর্ষে ফুলে খেলা করে প্রজাপতি
স্বাধীনতার আনন্দে।
আমাকে নিয়ে যাও সেখানে;
যেখানে ঘুম ভাঙ্গে পাখির ডাকে
সারাদিন কেটে যায় রাখালের বাঁশির টানে,
আর সন্ধ্যা যেন নেমে আসে জোনাকির গানে।
মাঝি আমাকে রেখে আসো সেখানে;
যেখানে কষ্টের কোনো স্থান নেই
সুখের পায়রা আকাশে ডানা মেলে
অভিরাম উড়তে থাকে।
নেই যেখানে পাড় ভাঙ্গার দুঃস্বপ্নের আওয়াজ
পার হতে হয়না মিথ্যে কলঙ্কের নদী,
যেখানে মানুষ ঘর বাঁধে নিরাশায় নয়,
আশায়-
আর ভালোবাসা থাকে বিচিত্র রূপে।
অচিন মাঝি তোমার পাঙ্কসি ভিড়াও ঘাটে
আমি যেতে চাই সেখানে
একবার শুধু একবার
তুমি নিয়ে যাও আমাকে।