বিমান বিশ্বাস
ভালোবাসা আমার ভালোবাসার মতোই আছে!
নিঃস্ব, অস্তিত্বহীন পূর্ণিমার আঁধারে ভেসে…
রাতের আঁধারে স্বপ্নেরা আসে নেচে,
স্নায়ুর সকল ইচ্ছে গুলো
অলীক সুতোয় জাল বোনে,
বোনে ভালোবাসা আর স্বাধীন তৃপ্তির বোধ!
নদীর ঢেউ যেমন স্রোতে ভেসে,
সমুদ্রে গিয়ে মেশে…
থাকে না নদীর কোনো গৌরব!
ভোরের সূর্যের শোভনীয় আভায়
হারায় শিশির তার জলস্রোত,
আমার কল্পনায় বোনা ভালোবাসার হিসেব নিকেশও যায়,
যায় হারিয়ে জ্যামিতিক কুহেলিকার ঘ্রাণ আর
হৃদয়ের মানচিত্র হীন শ্রেনী হীনতার রোদে!
নিরাপদ প্রেম;
সে তো কবেই পাড়ি দিয়েছে পরপারে!
শতাব্দীর শেষ মধ্যাহ্ন সূর্যকে প্রদক্ষিণ করে–
তার লাল সাদা সবুজের ক্যানভাসে শুধু রয়ে গেছে-
রয়ে গেছে কায়াকে আপন করে,
অগ্নিদ্যূতি হয়ে,
উচাটন কান্নার মতন!